ছবি সংগৃহীত
ঢাকাঃ ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭সেপ্টম্বর) রাত ১টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অপু বিশ্বাসের সহকারী সজল এ তথ্য জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ব্রেইন স্ট্রোক করার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
অপুর সহকারী সজল জানিয়েছেন, মহদেহ গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্র-শেফালি দম্পতির তিন মেয়ে ও এক ছেলের মধ্যে অপু বিশ্বাস সবার ছোট। ঢাকায় অপু বিশ্বাসের সঙ্গেই থাকতেন তার মা।
আগামীনিউজ/জেহিন