Dr. Neem on Daraz
Victory Day

এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পূজা


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০, ০৭:৫৬ পিএম
এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় পূজা

সংগৃহীত ছবি

ঢাকাঃ করোনা ভাইরাসের প্রেক্ষিতে সরকারী সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে দেশের সব বিদ্যালয়। অন্যান্য পরীক্ষাগুলো বাতিল করা হলেও উচ্চমাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ সরকার। আর তাই এইচএসসি পরীক্ষা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আছে পূজা। হঠাৎ যদি পরীক্ষার খবর আসে!

সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী পূজা লকডাওনে পরীক্ষা কীভাবে হবে তা নিয়েও রয়েছে দুশ্চিন্তায়।

এদিকে নিজের ডায়েট নিয়েও সংবাদমাধ্যমে কথা বলেছে পূজা। সে বলে, ‘এখনই যদি চূড়ান্ত পরীক্ষা দিতে বলা হয় তবে বিপদেই পড়ে যাব। কারণ আসছে অক্টোবর থেকেই আমার ‘হৃদিতা’ ছবিটির শুটিং শুরু হবে।’

পূজা আরও জানায়, খাবারদাবারের বিষয়ে তার বিশেষ কোন পছন্দ নেই। তবে ওজন বেড়ে যাওয়ার ব্যাপারে পূজার দারুণ ভয় রয়েছে। সে বলে- আমি খেতে খুব পছন্দ করি না। ভারী খাবার তো একদমই না। প্রায় ৬ মাসের মতো ভাত খাচ্ছি না। কেবল চিকেন আর ভেজিটেবল। ফাস্ট ফুড, হেভি ফুড খেয়ে ব্যায়াম করে লাভ কী?’ তবে ফুচকা আর আইসক্রিম তাকে এখনও খুব আকর্ষণ করে।

আগামীনিউজ/ড্যানি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে