ছবি; সংগৃহীত
ঢাকাঃ উপমহাদেশের সংগীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের বাড়িতে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস । ফলে তার বাড়ি সিলগালা করে দেয়া হয়েছে।
ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত এ গায়িকার করোনা শনাক্ত সম্পর্কে আনন্দবাজার জানায়, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকার পেডার রোডে ‘প্রভুকুঞ্জ’ নামে এক বহুতল ভবনে থাকেন এই কিংবদ্বন্তি সংগীত শিল্পী। সেই ভবনের পাঁচজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে পুরো বিল্ডিংটি সিলগালা করে দেওয়া হয়। তবে লতা মঙ্গেশকর ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও নিরাপদ আছেন জানিয়ে এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ভবনে বহু প্রবীণ মানুষের বসবাস। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবাসনের সোসাইটি ও পৌর কর্তৃপক্ষ বিল্ডিংটি সিল করে দিয়েছে।
লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অপপ্রচারকে গুরুত্ব না দেওয়ার জন্যও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আগামীনিউজ/এএইচ