Dr. Neem on Daraz
Victory Day

হাসপাতালে শিল্পী আকবর


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৪, ২০২০, ০৭:৩৬ পিএম
হাসপাতালে শিল্পী আকবর

সংগৃহীত ছবি

ঢাকাঃ অনেক বছর আগের কথা। ইত্যাদি চলছে। হানিফ সংকেত আমাদের পরিচয় করিয়ে দিল একজন রিকশাওয়ালাকে। যে গান গায়। আর তাঁর কণ্ঠ ও গায়কি এতই উন্নত যে হানিফ সঙ্কেত তাকে তুলে আনলেন ইত্যাদির মঞ্চে। নাম তার আকবর। জনমানুষের কাছে তার প্রথম আগমন। তাই প্রথমেই নতুন গান গাওয়ানোর ঝুকি নিল না হানিফ সংকেত। সে বিচক্ষণ মানুষ। অমন সিদ্ধান্ত নেওয়াই স্বাভাবিক। তাকে সংক্ষিপ্ত কথায় পরিচয় করিয়ে শ্রোতাদের কাছে ছেড়ে দিল সে। এমন কী স্পষ্টভাবে এও বলল, আপনারাই বিচার করবেন কেমন গেয়েছে সে।

সরে গেল হানিফ সংকেত। হাফ হাতা একটা সাধাসিধা সাদা শার্ট পরে মঞ্চে দাড়িয়ে রইল আকবর। মিউজিক শুরু হয়ার পর সে গেয়ে উঠতেই আমরা শুনলাম অত্যন্ত দরাজ অথচ মসৃণ সুন্দর একটি কণ্ঠ। গাওয়ায় কোন ত্রুটি নাই। অবাক ও অসম্ভব ভাল লাগায় আচ্ছন্ন হয়ে তার গাওয়া শুনে গেল সারা বাংলাদেশের মানুষ। করতালিতে ফেটে পড়ল গ্যালারি। হানিফ সংকেত খুশিতে উদ্ভাসিত।

এক্কেবারে রাতারাতি রিকশাওয়ালা থেকে তারকা হয়ে গেল আকবর। তার পরের পর্বেই হানিফ সংকেত তাকে দিয়ে গাওয়ালো নতুন গান। তোমার হাত পাখার বাতাসে। সেই গান মানুষ এখনও ভুলতে পারে নাই। শুধু কি গান? রীতিমত ভিডিও গান তৈরি করল হানিফ সংকেত। মডেল হল স্বয়ং আকবর। আর যেহেতু ভালবাসার গান, নায়িকা তো থাকবেই। নায়িকা হল পূর্ণিমা!

হানিফ সংকেত এভাবেই চমকে দিয়েছিল আমাদের। সেই গানের পরে আকবর হয়ে ওঠে পেশাদারী শিল্পী। মিউজিক কোম্পানিরা ছুটে আসে তার গান বের করার জন্য । নতুন নতুন এলবামের বিনিময়ে আকবর কামায় লাখ লাখ টাকা।

কিন্তু বেশিদিন সুখ ধরে রাখতে পারে নাই আকবর। ধীরে ধীরে তার টাকার সুদিন ফুরিয়ে আসে। আর কয়েক বছর ধরেই পাওয়া যাচ্ছে তার অসুস্থতার খবর। এখন সেই জনপ্রিয় শিল্পী রীতিমত ভীষণ অসুস্থ ও অসহায় হয়ে পড়ে রয়েছে হাসপাতালে।

আগামীনিউজ/ড্যানি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে