Dr. Neem on Daraz
Victory Day

ঘরের দরজা-জানালা বন্ধ মাহির!


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২০, ০৪:০৫ পিএম
ঘরের দরজা-জানালা বন্ধ মাহির!

নায়িকা মাহিয়া মাহি

করোনাভাইরাস আতঙ্কে নিজ ঘরের দরজা-জানালা বন্ধ করেে রেখেছেন আলোচিত নায়িকা মাহিয়া মাহি।  প্রাণঘাতী এ সংক্রমণ এড়াতে ঘরে বন্দিজীবন পার করছেন জনপ্রিয়  এই নায়িকা। বাসা থেকে বের হচ্ছেন না তিনি। এমনকি ঘরের দরজা-জানালাও বন্ধ রাখছেন।

মাহী জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে জানাজা হবে না, দাফনেও থাকবে না স্বজনরা- এটা জানার পর থেকে তার ভেতরে ভয় ঢুকে গেছে। কিছুদিন আগে নিজের ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানান।

এ নায়িকা বলেন, একটি নিউজে দেখেছি যে, একজন মানুষ মারা গেছে, সে মানুষটিকে তার আত্মীয়স্বজন কেউ দেখতে পাননি এবং মৃত ব্যক্তিকে দুজন লোক গিয়ে দাফন করেছেন। সেদিন থেকেই আমার মধ্যে উপলব্ধি হয়েছে। আমার ভয় হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা কি মুসলমান হিসেবে চিন্তা করতে পারি যে, আমাদের জানাজায় আমাদের আত্মীয়স্বজন আসতে পারবে না? কোনো মুসল্লি জানাজা পড়তে পারবেন না? আমরা কি চিন্তা করতে পারি, আমাদের মা-বাবা মারা যাবেন, তাদের শেষবারের মতো দেখতে পারব না, তাদের একটাবার জড়িয়ে ধরতে পারব না? সেটা কি আমরা কখনও চিন্তা করতে পেরেছি? পারিনি। কিন্তু সেটিই এখন হচ্ছে।

মা-বাবাকে নিয়ে মাহী বলেন, ‘যদি করোনায় আক্রান্ত হয়ে মারা যান, তা হলে মা-বাবার চেহারা দেখা যাবে না। বিষয়টি জানার পর থেকে আমার ভেতর ভয় ঢুকে গেছে। আমার মনে হয়েছে, আমার বাবা-মা যদি মারা যান, তা হলে আমি তাদের চেহারা দেখতে পাব না? আমি যদি বাইরে বের হই, আমি যদি করোনাভাইরাসে আক্রান্ত হই, আমার মা-বাবা কিন্তু আমাকে ছেড়ে চলে যাবেন না। এতে আমার মা-বাবাকেও ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হবে।

‘এ উপলব্ধি যখন থেকে হয়েছে, তখন থেকেই আমি নিজেকে লকডাউন করে ফেলেছি। একদমই ঘর থেকে বের হই না। পারলে আমি দরজা-জানালাও বন্ধ করে রাখি। যদিও করোনা আকাশ-বাতাস থেকে ছড়ায় না। তবু আমার মনে হয়, করোনা বোধ হয় দরজা-জানালা দিয়ে চলে আসবে।’

আগামী নিউজ/বিআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে