Dr. Neem on Daraz
Victory Day

 বঙ্গমাতা মৌসুমী, শেখ রাসেল রোহান


আগামী নিউজ | বাবুল হৃদয়: প্রকাশিত: মার্চ ৯, ২০২০, ০৩:১২ পিএম
 বঙ্গমাতা মৌসুমী, শেখ রাসেল রোহান

মৌসুমী-রোহান

ঢাকা: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী। শিশুতোষ এই সিনেমার নাম হল ‘শেখ রাসেলের আর্তনাদ’। এখানে মৌসুমীকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করবেন।

বিষয়টি ফেসবুকে ক্ষুদে বার্তায় জানিয়েছেন নায়ক ওমর সানী। তিনি লিখেন, ‘মুজিববর্ষের আরেকটি চমক শিশুতোষ চলচ্চিত্র ‌‘শেখ রাসেলের আর্তনাদ’। চলচ্চিত্রে বিশেষ আকর্ষণ হচ্ছে এই চলচ্চিত্রে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আমাদের প্রিয়দর্শিনী মৌসুমী। এখানে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে।

এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধুর মতো দেখতে আলোচিত সেই অরুক মুন্সি। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা চরিত্রে অপর্ণা ও শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন। এখানে শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন শিশু শিল্পী রোহান। 

শেখ রাসেল চরিত্রে অভিনয় প্রসঙ্গে রোহান বলেন, বই পড়ে, ইউটিউবে দেখে শেখ রাসেলকে জেনেছি। মায়ের কাছেও শুনেছি। রাসেল হতে চেষ্টা করছি। 

সিনেমায় বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল চরিত্রে থাকবে ইউসুফ মেঝ পুত্র শেখ জামালের চরিত্রটি করবেন সাব্বির।

পরিচালক বলেন, ‘নিজের ভেতরের তাগিদ থেকেই চলচ্চিত্রটি নির্মাণ করছি। অনেক সময় নিয়ে এর গল্প ও চিত্রনাট্য সাজিয়েছি। এখানে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করবো। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। আমি খুবই আনন্দিত আমাদের সবার প্রিয় মৌসুমী আপাকে পেয়েছি বঙ্গমাতার চরিত্রে। আমার মনে হয়েছে এই চরিত্রের জন্য তিনিই পারফেক্ট।

এছাড়া বাকী চরিত্রগুলোতেই চেহারার সাদৃশ্য, অভিনয়গুণকে প্রাধান্য দিয়ে শিল্পী বাছাই করেছি। খুব শিগগিরই শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।’ তিনি জানান, মুজিববর্ষেই চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে।

আগামীনিউজ/বিআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে