ঢাকা: সকালবেলা এরকম একটা খবর পাবো, একেবারেই আশা করিনি। টালিগঞ্জ পাড়া থেকে লোকসভা, সব জায়গাতেই এই মানুষটার সাহচর্য পেয়েছি।
‘চ্যালেঞ্জ-২’ আর ‘মন মানে না’ ছবিতে তার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল। আমাদের প্রজন্মের কাছে তাপস পাল এমনই একজন অভিনেতা, যিনি বুদ্ধদেব দাশগুপ্তের ছবিতেও কাজ করেছেন, আবার একেবারে মূল ধারার কমার্শিয়াল ছবিতেও দাপিয়ে অভিনয় করেছেন। আমাদের প্রজন্ম অভিনেতা বলতে তাপস পালের অভিনয় দেখেই বড় হয়েছে।
এই অভিনয় জগতের বাইরেও তাকে দেখেছি, একজন অসম্ভব ভালো মানুষ হিসেবে। প্রচুর মানুষের জন্য কাজ করেছেন। অনেক মানুষকেই সাহায্য করতে দেখেছি ঢাক না পিটিয়েই।
তবে তার শেষটা খুব খারাপ হলো। এতো ভালো মানুষ, এ রকম পরিণতি কেনো হবে? হঠাৎ করেই কেনো চলে যাবেন? এটাতো যাবার বয়স নয়। আমরা হয়তো আরো কাজ করতে পারতাম এক সঙ্গে। সেটা আর হলো না। ভালো মানুষরা বড্ড তাড়াতাড়ি চলে যান।
আগামীনিউজ/বাবুল