ঢাকাঃ প্রিয় তারকার দেখা পেতে অনুরাগীরা কত না পাগলামি করেন! এই যেমন ভারতের দক্ষিণি চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের সঙ্গে দেখা করতে অবিশ্বাস্য এক কাণ্ড করলেন এক ভক্ত। বিষয়টি একটু খোলাসা করে বলা যাক।
গেল ১০ জুলাই মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘জেলার’ সিনেমাটি। প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে শাসন করছে এটি। চেন্নাই, বেঙ্গালুরুর কিছু অফিসও ছুটি দেওয়া হয়েছে সিনেমাটি দেখার জন্য। আবার পাইরেসি ঠেকাতে নিজস্ব উদ্যোগে কর্মীদের বিনামূল্যে টিকিটও দিয়েছে কয়েকটি অফিস।
এদিকে ছবি মুক্তির একদিন আগে হিমালয়ে চলে যান রজনীকান্ত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দক্ষিণের এই সুপারস্টার প্রথমে স্বামী দয়ানন্দ সরস্বতী আশ্রমে গিয়ে গুরুদের আশীর্বাদ নেন। সেখানে আধ্যাত্মিক বক্তৃতা শোনার পর নিজেও ভাষণ দেন।
সেখান থেকে সোজা চলে যান বদ্রিনাথ। পূজা দেন বিশ্বনাথকে। শুধু তাই নয়, প্রায় দুই ঘণ্টার বেশি পথ হেঁটে মহাবতার বাবাজি গুহায় পৌঁছান। সেখানে তিনি ধ্যানে মগ্ন হন।
রজনী এই সময় একটি যুবকের সঙ্গেও দেখা করেন, যিনি চেন্নাই থেকে থেকে প্রায় ৫৫ দিন হেঁটে আসেন উত্তরাখণ্ডে তার সঙ্গে দেখা করতে এসেছেন। সেই ছেলেটিকে আর্থিক সাহায্যও করেন তিনি। সঙ্গে ঠান্ডার মধ্যে গাছের নীচে ঘুমানো ছেলেটিকে নিয়ে যান এক সন্যাসীর গুহায়, নিরাপদ আশ্রয়ে।
রজনীকান্তকে বদ্রিনাথ মন্দিরের উষ্ণ অভ্যর্থনা জানায় কেদারনাথ-বদ্রিনাথ মন্দির কমিটি। জানা গেছে, সেইসময় মন্দিরের বাইরে ভক্তদের ভিড় লেগেছিল তাকে এক ঝলক দেখতে। পূজা দিয়ে মন্দিরের বাইরে পা রেখে বাইরে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাতও নাড়েন তিনি।
মুক্তির ছয় দিনেই ২৪৩ কোটি আয় করেছে ‘জেলার’। আর বিশ্ববাজারে ৪০০ কোটির বেশি। দুই বছর বিরতির পর এই ছবির মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করেছেন রজনীকান্ত। সিনেমায় একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তাকে।
বুইউ