Dr. Neem on Daraz
Victory Day

কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে নাচলেন এমবাপ্পে


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ১০:২৭ পিএম
কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে নাচলেন এমবাপ্পে

ফাইল ছবি

ঢাকাঃ ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে ও মার্কিন তারকা কেন্ডাল জেনার। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার। অন্যজন সুপার মডেল। দুইজনকে দেখা গেল একসঙ্গে পার্টিতে। 

সম্প্রতি দ্য হ্যাম্পটনে বিলিয়নেয়ার মাইকেল রুবিনের পার্টিতে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপের সঙ্গে নাচতে দেখা গেছে কেন্ডাল জেনারকে। 

যদিও সম্প্রতি এক র‌্যাপারের সঙ্গে প্রেম করছেন কেন্ডাল। তবুও ওই পার্টিতে হাজির হয়ে ফরাসি ফুটবলারের সঙ্গে মিউজিকের তালে কোমর দুলিয়েছেন তিনি। 

মাইকেল রুবিন ফ্যানাটিকসের সিইও, যেটি বিশ্বের শীর্ষ ক্রীড়া পণ্য প্রদানকারী সংস্থা হিসেবে পরিচিত। তিনিই এই পার্টির আয়োজন করেছিলেন। যেখানে একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন এই জুটি।

পার্টিতে এই দুই তারকার একসঙ্গে সময় কাটানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুইজন দুই অঙ্গনের হলেও ভক্তরা বেশ উপভোগ করেছেন তাদেরকে একই ফ্রেমে দেখে। সুত্র: ডেইলি মেইল ইউকে ও গোল ডটকম। 


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে