ঢাকাঃ কলকাতার জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব রাজা ভট্টাচার্যের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন ১৮ বছর বয়সি এক ছাত্রী। তার অভিযোগ, ২০১৭ সালে ‘ব্ল্যাক ভার্স’ নামে এক নাটকের দলে অভিনয় শেখার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই রাজ্যর কাছে নিগ্রহের শিকার হন।
ফেসবুকে ৬ বছর আগে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই যন্ত্রণার কথা লিখেছেন ছাত্রী। তখন তার বয়স ছিল ১২ বছর। এই ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
ফেসবুকে এক লম্বা পোস্টে ছাত্রী লিখলেন, ‘ক্লাসের অন্ধকার কোনায় নিয়ে গিয়ে আমায় জড়িয়ে ধরতেন, চুমুও খেতেন। শুধু তাই নয়, অভিভাবকদের সামনে আমাদের বলতেন মাথা টিপে দিতে। মাথা টেপার সময় আমাদের বুকে পেটে মাথা ঘষতেন। লোকের সামনে এমন ভাব করতেন, যেন আমাদের সন্তানের মতো স্নেহ করছেন। আসলে মনের ভিতর পাপ লুকিয়ে ছিল।’
এখানেই শেষ করেননি সেই ছাত্রী। পোস্টে রাজা ভট্টাচার্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘ক্লাসের আধা ঘণ্টা আগে আমায় ক্লাসে ডাকতেন। তারপর আমার সারা শরীরে বিশ্রীভাবে হাত দিতেন।’
ছাত্রীর ওই পোস্ট ছড়িয়ে পড়তেই তার কাছে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত রাজা ভট্টাচার্য। হোয়াটসঅ্যাপে ওই তরুণীকে মেসেজ দিয়ে ক্ষমাও চেয়েছেন তিনি। সেই স্ক্রিনশটও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছাত্রী।
যেখানে তরুণীর কাছে অনুরোধ করে রাজা ভট্টাচার্য বলেছেন, ‘তোমরা প্লিজ লেখালেখি করো না। আমার নতুন চাকরি। চাকরিটা চলে যাবে। দয়া ভিক্ষা ছাড়া আমার কিছুই করার নেই।’
এই ঘটনার পর থেকেই ওই নাট্যগুরুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগম মাধ্যমে ঝড় উঠেছে। সকলে তার শাস্তির দাবি করছে।
বুইউ