Dr. Neem on Daraz
Victory Day
এই প্রথম এমন ঘটনা

কলকাতার আগেই বাংলাদেশে মুক্তি সোহম-শ্রাবন্তীর ‘হুল্লোড়’


আগামী নিউজ | বিনোদন প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২০, ০২:৩৪ পিএম
কলকাতার আগেই বাংলাদেশে মুক্তি সোহম-শ্রাবন্তীর ‘হুল্লোড়’

সোহম ও শ্রাবন্তী

ঢাকা : শুক্রবার (২৪ জানুয়ারি) সারা দেশে মুক্তি পেল কলকাতার নতুন সিনেমা ‘হুল্লোড়’। এতে অভিনয় করেছেন সোহম ও শ্রাবন্তী। জানা গেছে, দেশের ৪০টি সিনেমা হলে চলছে ‘হুল্লোড়’।

অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এনেছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির ম্যানেজার বাদল জানিয়েছেন, কলকাতায় মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেল ‘হুল্লোড়’।

বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির মালিক সেলিম খান বলেন, ‘প্রথমে একই দিনে মুক্তির কথা ছিল। তবে কলকাতা এটি পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নিয়েছে। এই প্রথম এমন ঘটনা ঘটছে। কলকাতায় মুক্তির আগেই আমরা বাংলাদেশে মুক্তি দিয়েছি এ সিনেমা, যা আগে হয়নি।’
এ সিনেমার গল্পজুড়ে দেখানো হয়েছে উত্তর আর দক্ষিণ কলকাতার লড়াই। সোহম আর শ্রাবন্তী দক্ষিণ কলকাতার বাসিন্দা, ওম আর দর্শনা উত্তর কলকাতার। সোহম ঘরজামাই। এগিয়ে যায় সিনেমার গল্প।
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘হুল্লোড়’ আসার বিপরীতে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব-বুবলী জুটির মুভি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে