ঢাকাঃ সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসানের মাঝে বেশকিছু পরিবর্তন দেখা গেছে। গতানুগতিক অত্যাধুনিক সাজ পোশাকের বদলে দাড়ি-টুপিতে রীতিমতো মুসুল্লির বেশ ধরেছেন তিনি। তবে এমন পোশাকে তাকে দেখে অবাক হওয়ার কিছু নেই।
সম্প্রতি ‘আড়াল’ নামের একটি ওয়েব কন্টেন্টে অভিনয় করেছেন এ গায়ক। সেখানে তাকে দেখা যাবে মুয়াজ্জিনের চরিত্রে। সেকারণেই তার এই বেশ। ব্যতিক্রম এই চরিত্রটি ফুটিয়ে তোলাটা চ্যালেঞ্জের হলেও অভিনয় করে প্রীতম বেশ সন্তুষ্ট।
তিনি বলেন, ‘গতানুগতিক চরিত্র আমার পছন্দ না। আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু করার। কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলে বেশ উপভোগ করি। ‘আড়াল’র এই লুকটা তৈরি করার জন্য টিমের সঙ্গে কয়েকবার বসতে হয়েছে। গোঁফ কেটে ফেলার পর দেখি আমার চেহারা একদম বদলে গেছে! সেই সঙ্গে আমার হাঁটাচলা, কথা বলার ধরণ, বডি ল্যাংগুয়েজ সবকিছুতে পরিবর্তন আনতে হয়েছে। যেটা আমার জন্য মোটেও সহজ ছিল না।’
‘মনপুরা দ্বীপের স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সিদ্দিক ভোর রাতে নিজের ঘরের মেঝেতে আবিষ্কার করে এক নারীর মরদেহ। আকস্মিক এই ঘটনায় দুশ্চিন্তায় পড়ে সিদ্দিক, গ্রামে জানাজানি হবে এই ভয়ে তটস্থ থাকে। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়, যখন পুলিশ মরদেহটি খুঁজতে এসে পায় না’-এমন গল্পে এগিয়েছে ওয়েব কনটেন্ট ‘আড়াল’।
এটি নির্মাণ করেছেন নাজমুল নবীন। প্রীতম ছাড়াও এতে অভিনয় করেছেন নওশাবা, সুমন আনোয়ার, গ্রিহী প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে এই ওয়েব কন্টেন্ট।
এমইউ