ঢাকাঃ নূন্যতম একযুগে জেমস যা করেননি শুক্রবার তাই করলেন। প্রাণ খুলে সময় কাটালেন সাংবাদিকদের সঙ্গে। চিরায়িত গোমরা মুখে দেখা গেল প্রাণবন্ত হাসি। এই প্রথম অনেকে জানলেন জেমস প্রাণ খুলে হাসতে পারেন।
এ দিন সন্ধ্যায় এমন দৃশ্যপট রচিত হয়েছিল রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয়। রহস্যঘেরা এই মানুষটি খুলেছিলেন মনের আগল। যে কথাগুলো এতদিন এই গ্রহের কেউ জানতেন না, বলেছেন সেসব।
তারমধ্যে উল্লেখযোগ্য ছিল বলিউড কড়চা। একাবিংশ শতকের শুরুর দশকে বলিউডে অভিষেক হয়েছিল জেমসের। ‘গ্যাংস্টার’ সিনেমায় তিনি দরাজ গলায় গেয়ে উঠেছিলেন ‘ভিগি ভিগি’ গান। সে গানে মুগ্ধ হয়েছিলেন ভারতবাসী। এরপর একবার-দুইবার না, মোট পাঁচবার বি-টাউনের সিনেমায় গেয়েছেন তিনি। প্রতিবারই তার দরাজ কণ্ঠে বুঁদ হয়েছিলেন সবাই। শেষ তাকে শোনা যায় ‘ওয়ার্নিং’ সিনেমায়।
এরপর কেটে গেছে ৯ বছর। বলিউডে আর শোনা যায়নি নগরবাউলের দরাজ গলা। এতে সবচেয়ে মন খারাপ করেছিলেন তার অনুরাগীরা। প্রিয় গায়কের গলায় হিন্দি গান শুনে তারা যেন অন্য দোলায় দুলছিলেন। হঠাৎ ছন্দপতনে মানসিকভাবে আহত হন। তারপর থেকেই অনুরাগীরা জানতে চান, ‘কেন নগরবাউলকে আর বলিউডে গাইতে দেখা গেল না?’
এত বছর ধরেই তারা এই প্রশ্নের উত্তর খুঁজছেন। অবশেষে গতকাল সে প্রশ্নের উত্তর দিলেন নগরবাউল। জেমস বলেন, ‘বলিউডে আমি চাইলেই ক্যারিয়ার গড়তে পারতাম। খুব কঠিন কিছু ছিল না সেটা। তবে সেজন্য আমাকে বাংলাদেশ ছাড়তে হতো। কিন্তু তা তো আমার পক্ষে সম্ভব না। বলিউড কেন এর চেয়ে লোভনীয় প্রস্তাবও আমাকে দেশ ত্যাগে উৎসাহিত করতে পারবে না। এজন্যই আসলে সেখানে গাওয়াটা আর হয়ে ওঠেনি।’
প্রিয় তারকার এমন দেশপ্রেমে নিশ্চয়ই অভিভূত হবেন অনুরাগীরা। ভালোবাসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে শ্রদ্ধাবোধও। আপাতত তারা অপেক্ষায় আছেন জেমসের নতুন গানের। জানা গেছে, অনুরাগীদের নিয়েই গানটি বেঁধেছেন তিনি। গানটির নাম ‘আই লাভ ইউ’। অনুরাগীরা মোহিত হয়ে আছেন ‘আই লাভ ইউ’র ট্রেলারে।
এমএম