Dr. Neem on Daraz
Victory Day

অস্কার অনুষ্ঠানে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, লাগবে টিকা সনদ


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২২, ০১:০৬ পিএম
অস্কার অনুষ্ঠানে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, লাগবে টিকা সনদ

ঢাকাঃ আগামী ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কার বিতরণী অনুষ্ঠান। হলিউডের ডলবি থিয়েটারে এটি অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথির সংখ্যা আড়াই হাজার।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, অস্কারে অংশগ্রহণকারী বেশিরভাগকেই করোনা টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। এছাড়া পিসিআর পরীক্ষার অন্তত দুটি নেগেটিভ সনদ থাকা চাই। 

তামাম দুনিয়ায় চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার অস্কারের বিভিন্ন পরিবেশনায় যারা অংশ নেবেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তাদেরও পিসিআর পরীক্ষা করাতে হবে। তবে তারা করোনা টিকা সনদ না দেখালেও চলবে। এক্ষেত্রে কিছুটা ছাড় থাকছে। 

এদিকে অস্কার বিতরণী অনুষ্ঠানে কারা মাস্ক পরে আসবেন, কারা মাস্ক পরবেন না, ইতোমধ্যে সেটিও জানানো হয়েছে।

বলে হয়েছে, মনোনীত অতিথি ও তার অতিথিদের মাস্ক পরতে হবে না। তবে শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে হবে তাদের।

লস অ্যাঞ্জেলসে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন কমছে। অস্কার আয়োজক কমিটি ক্রমাগত আলোচনা চালাচ্ছে সরকারি কর্মকর্তা ও করোনা বিশেষজ্ঞদের সঙ্গে। সুরক্ষাবিধি মেনে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে কমিটি।

তিন তলা ডলবি থিয়েটারে আসন রয়েছে ৩ হাজার ৩১৭টি। এরমধ্যে ২ হাজার ৫০০ জনকে নিমন্ত্রণ জানানো হবে। মাঝের তলায় যারা বসবেন তাদের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকতে পারে। কারণ তারা বসবেন পাশাপাশি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কমেডিয়ান ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার ও অভিনেত্রী রেজিনা হল। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালনা করবেন তিন নারী। তাছাড়া ৩৫ বছর পর এক আসরে তিন জন সঞ্চালক নিয়েছেন আয়োজকরা। অস্কারের ইতিহাসে এর আগে একবার তিন জন সঞ্চালক ছিল। ১৯৮৭ সালের অস্কার সঞ্চালনা করেন আমেরিকান কমেডিয়ান শেভি চেজ, অভিনেত্রী গোল্ডি হাউন ও অস্ট্রেলিয়ান অভিনেতা পল হগ্যান। 

১৯৭৭ সালের অস্কারে ছিল চারজন সঞ্চালক। তারা হলেন আমেরিকান অভিনেত্রী এলেন বার্সটিন, জেন ফন্ডা, অভিনেতা ওয়ারেন বিটি ও রিচার্ড প্রাইওর।

গত ৮ ফেব্রুয়ারি ৯৪তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ১২টি শাখায় মনোনয়ন পেয়েছে নিউজিল্যান্ডে জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি শাখায় মনোনীত হয়েছে কানাডার ডেনি ভিলন্যুভ পরিচালিত ‘ডুন’। এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখাবে পুরস্কার বিতরণের মহাযজ্ঞ।

১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ মোট ১৭টি শাখায় ১০ হাজারের বেশি সদস্য আছে তাদের।

আগামীনিউজ/এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে