Dr. Neem on Daraz
Victory Day

নায়ক সোহেল রানার অবস্থার আরও অবনতি


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১, ২০২২, ১১:০৫ পিএম
নায়ক সোহেল রানার অবস্থার আরও অবনতি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানার শারীরিক অবস্থা আগের চেয়ে অবনতির দিকে। শনিবার (১ জানুয়ারি) এ তথ্য জানান সোহেল রানার ছেলে পরিচালক মাশরুর পারভেজ।

মাশরুর বলেন, ‘বাবার অবস্থা গতকালের চেয়ে আরও খারাপ। চিকিৎসকরা একটি ইনজেকশন আনার জন্য বলেছেন। অনেক জায়গায় যোগাযোগের পর আজ সন্ধ্যায় ইনজেকশনটি হাতে পাই। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

গত বৃহস্পতিবার বাবার অসুস্থের খবর পেয়ে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছেন মাশরুর পারভেজ।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গত ২৫ ডিসেম্বর রাতে ভর্তি করানো হয় সোহেল রানাকে। এরআগে বেশ কয়েকদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান এই মুক্তিযোদ্ধা।

চাষী নজরুল ইসলাম পরিচালিত বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজনা দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এরপর ১৯৭৩ সালে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং সোহেল রানা নাম নেন তিনি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে