Dr. Neem on Daraz
Victory Day

‘জিম্মি’ নিয়ে এবার ওয়েব সিরিজে ডিপজল


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৩:৩৫ পিএম
‘জিম্মি’ নিয়ে এবার ওয়েব সিরিজে ডিপজল

ঢাকাঃ প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন চলচ্চিত্রের ‘মুভিলর্ড’ খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। আগামী ১ জানুয়ারি থেকে ‘জিম্মি’ নামে ৭ পর্বের ওয়েব সিরিজটির শুটিং শুরু হবে সাভারে ডিপজলের শুটিং হাউসে।

এটি প্রযোজনাও করছেন তিনি। পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর।

ডিপজল বলেন, ‘এখন প্রযুক্তির যুগ। হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতারা ওয়েব সিরিজ নির্মাণ করে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিচ্ছেন। এতে বিখ্যাত শিল্পীরা অভিনয় করছেন। আমরাও পিছিয়ে থাকতে পারি না। আমি চলচ্চিত্রের মানুষ। তবে প্রযুক্তিকেও অস্বীকার করা যায় না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমরাও যে বিশ্বমানের ওয়েব সিরিজ নির্মাণ করতে পারি, তা দেখাতে চাই। এটি ওয়েব সিরিজ হলেও, দর্শকরা সিনেমার পুরো স্বাদ পাবেন।’

তিনি জানান, এটা তার জন্য একটা ‘টেস্ট কেস’। দর্শকরা গ্রহণ করলে ধারাবাহিকভাবে আরও কনটেন্ট নির্মাণ করতে চান ওয়েবের জন্য। এদিকে ডিপজল ইতোমধ্যেই আটটি ছবি তৈরি করেছেন। তিনি জানান, এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।

ওয়েব সিরিজ সম্পর্কে মনতাজুর রহমান আকবর বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে শুধু ওয়েব সিরিজ নয়, সারাবিশ্বের সিনেমা মুক্তি দেওয়া হয়। আমরাও এর সাথে শামিল হতে চাই। যে ওয়েব সিরিজটি নির্মাণ করছি, সেটি অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের।’

জানা যায়, ‘জিম্মি’ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন, শহিদুজ্জামান সেলিম, বড় দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে। শুটিং-সম্পাদনা শেষে একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।

প্রতি মাসে একটি করে সিনেমা নির্মাণের টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছেন ডিপজল। এরই মধ্যে শেষ করেছেন কয়েকটি সিনেমা। পর্যায়ক্রমে এগুলো মুক্তি দেওয়া হবে বলে জানান এ অভিনেতা। 

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে