আরিয়ান খান। ছবিঃ সংগৃহীত
ঢাকাঃ মাদককাণ্ডে গ্রেফতার বলিউডের সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আজ আদালতে হাজির করা হবে। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) তার এনসিবি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে আবারো আরিয়ানকে হেফাজতে নেওয়ার আবেদন করবে এনসিবি।
এর আগে শনিবার রাতে একটি পার্টি থেকে মাদকসহ আটক করা হয় আরিয়ান খান, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে। পরে এনসিবির দফতরে দীর্ঘ ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকেলে গ্রেফতার দেখানো হয় তাদের।
আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।
এ দিকে শুনানি শেষে আদালত জানিয়ে দেন আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে নিজেদের হেফাজতে রাখবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখই তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছিলেন।
নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস’ (এনডিপিএস)-আইনের আওতায় গ্রেফতার হন তিনজন।
গ্রেফতারি পরোয়ানা সূত্রে জানা যায়, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনালে।
আরিয়ানকে গ্রেফতারের পর বলা হয়েছিল, ১ দিনের জন্য আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হবে। কিন্তু সোমবার সকালে জানা যায়, আদালতের কাছে শাহরুখ-পুত্রকে আরো কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে এনসিবি। কারণ হিসেবে বলা হয়, মুম্বাইয়ের মাদকযোগের তদন্তে আরো কিছু তথ্যের জন্য আরিয়ানকে কিছু দিন নিজেদের হেফাজতে রাখতে হবে। সেই মতো এনসিবি ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখবে।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বুধবার (৬ অক্টোবর) গভীর রাতে এনসিবি বান্দ্রা থেকে বিদেশি এক নাগরিককে গ্রেপ্তার করেছে। জানা গেছে, তার কাছ থেকে বাণিজ্যিক পরিমাণে এমডি উদ্ধার করা হয়েছে। এই ব্যক্তি আরিয়ান ও আরবাজ মার্চেন্টের ঘনিষ্ঠজন। আরিয়ান আজ জামিন পাবেন এমনটা অনেকে প্রত্যাশা করছেন। কিন্তু এনসিবি আবারো আরিয়ানসহ গ্রেপ্তারকৃতদের হেফাজতে নেওয়ার আবেদন করবে।
এদিকে আরিয়ান ও অন্য গ্রেপ্তারকৃতদের মোবাইল ফোন গান্ধী নগর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে এনসিবি দাবি করেছিল, আরিয়ানের হোয়াটঅ্যাপ চ্যাটে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত।
আগামীনিউজ/বুরহান