Dr. Neem on Daraz
Victory Day

সাংবাদিকতায় এলেন মৌসুমী


আগামী নিউজ | বিনোদন ডেস্কঃ প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৪:৪৩ পিএম
সাংবাদিকতায় এলেন মৌসুমী

ফাইল ছবি

ঢাকাঃ সাপ্তাহিক ম্যাগাজিন ‘ভিশন ২০২১’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকাই ছবির  প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। সাংবাদিক হওয়ার অনেক আগ্রহ থাকা চিত্রনায়িকা মৌসুমীর সেই ইচ্ছাপূরণ হয়েছে। 

ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন সম্প্রতি  মৌসুমীর হাতে তার নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগ পেয়ে মৌসুমী বলেন, খুব ভালো লাগছে। আসলে সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল আমার। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। তাতে এই পেশার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। আর গণমাধ্যম তো সমাজের আয়না। আমি এই ক্ষেত্রটিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।

সহধর্মিণীর এই নতুন যাত্রায় মৌসুমীকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক ওমর সানী। তিনি বলেন, মৌসুমীর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে