Dr. Neem on Daraz
Victory Day

গোপনে ধারণকৃত ভিডিও দিয়ে স্ত্রীকে ব্ল্যাকমেইল করেন নোবেল


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ১২:৩৩ পিএম
গোপনে ধারণকৃত ভিডিও দিয়ে স্ত্রীকে ব্ল্যাকমেইল করেন নোবেল

ফাইল ফটো

ঢাকাঃ ভারতের একটি রিয়েলিটি শো থেকে আলোচনায় উঠে আসা নোবেল একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন। বিতর্কিত নানা পোস্ট ও মন্তব্যের কারণে তিনি অনেকের অপছন্দের ব্যক্তি হয়ে উঠেছেন। এমনকি তার স্ত্রীকে ব্ল্যাকমেইল করার অভিযোগও শোনা যায়!

বৃহস্পতিবার নির্যাতন ও ব্ল্যাকমেইলের কথা উল্লেখ করে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এরপরই বিষয়গুলো সবার সামনে আসে।

সালসাবিল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'এমন একটি দেশে জন্মগ্রহণ করে সত্যি আমি লজ্জিত, যে দেশে নারী নির্যাতন ছেলে মানুষের পুরুষত্ব প্রমাণের মাপকাঠি। এমনকি যে দেশে একজন স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না। গোপনে ধারণকৃত পার্সোনাল মোমেন্টের ভিডিও দিয়ে স্ত্রীকে খুব সহজেই ব্ল্যাকমেইল করে রাখা যায় এবং তা সম্পর্কে বাংলাদেশ সাইবার ক্রাইমও অবহিত।'

২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। চলতি বছরের ২৮ জুন নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেজে  বাবা হওয়ার কথা জানান। কিন্তু স্ট্যাটাস দেয়ার দুই দিন পর সালসাবিল জানিয়েছেন, তিনি সন্তানসম্ভবা নন। সে সময় এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয়েছে।

তখন সালসাবিল জানিয়েছিলেন, ‘আমার বন্ধুরা আমাকে নোবেলের স্ট‌্যাটাসের স্ক্রিনশট ইনবক্সে দেয়। সেখানে জানতে পারি, নোবেল বাবা হতে চলেছে, আমি নাকি মা হতে চলেছি। কিন্তু আমি প্রেগন‌্যান্ট নই। এরপর এ বিষয়ে কথা বলতে নোবেলের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করি। কিন্তু ব‌্যর্থ হই। কারণ ওর ফোনে কানেকশন পাচ্ছিলাম না। এদিকে আমার পরিবার, আত্মীয়-স্বজন ফোনে অভিনন্দন জানাচ্ছেন।’

তিনি আরও বলেছিলেন, ‘মাতৃত্ব খুব স্পর্শকাতর একটি বিষয়। তা নিয়ে কোনো কিছুর স্টান্টবাজি করাটা এক ধরনের অপরাধ। নোবেল আমার কাছের মানুষ। তারপরও যদি এই বিষয় নিয়ে এমন কাজ করে থাকে, তবে আমি লজ্জিত। পুরো ব‌্যাপারটি নিয়ে আমি খুবই লজ্জিত।’

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে