Dr. Neem on Daraz
Victory Day

যে কারণে মেহজাবিনকে পুরস্কৃত করল পুলিশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ১১:৪০ এএম
যে কারণে মেহজাবিনকে পুরস্কৃত করল পুলিশ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ জনপ্রিয় অভিনেতা মেহজাবিন চৌধুরীকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ পেশায় নিয়োজিত নারী সদস্যদের নিয়ে নির্মিত ‘আলো’ নাটকের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির স্পেশাল ব্রাঞ্চ কার্যালয়ে এক বিশেষ আয়োজনের মাধ্যমে তাকে সম্মাননা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেহজাবিন নিজেই এ তথ্য জানিয়েছেন। 

নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছ থেকে সমর্থন, উৎসাহ, ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ। পুলিশ প্রশাসনে জড়িতদের, বিশেষ করে এ পেশায় নিয়োজিত নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে গত ঈদে প্রচারিত ‘আলো’ নাটকটি লিখেছিলাম। তখনো ভাবিনি, নাটকটি সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এভাবে স্পর্শ করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, আজ আপনারা যেভাবে আমাদের ‘আলো’ নাটকটিকে সম্মান জানিয়ে পুরস্কৃত করলেন, আমরা অভিভূত। 

আরটিভির ঈদুল আযহা অনুষ্ঠানমালায় তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় নাটক ‘আলো’।

মেহজাবীন চৌধুরীর রচনায় মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- মেহজাবীন চৌধুরী, মনোজ প্রামাণিক, ফখরুল বাশার মাসুম, ইকবাল হোসেন, বাশার বাপ্পী প্রমুখ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে