Dr. Neem on Daraz
Victory Day

স্বস্তি নিয়ে বাঁচতে চাই: পরী মনি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৯:১৮ পিএম
স্বস্তি নিয়ে বাঁচতে চাই: পরী মনি

সংগৃহীত

বিনোদন ডেস্কঃ চিত্রনায়িকা পরী মনি বলেছেন, আমাকে ডিবি পুলিশ ডাকেনি, আমি নিজ থেকেই এখানে এসেছি। পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। পুলিশ এতোটা ম্যাজিকেবল হয় তা জানা ছিল না। এখানে আসার পর তারা (পুলিশ) আমাকে বলেছে, সবকিছু পেছনে ফেলে কাজে ফিরতে হবে। আমাকে তারা সাহস জুগিয়েছেন। আমি আসলে স্বস্তি নিয়ে বাঁচতে চাই।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ, ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান, পরিচালক চয়নিকা চৌধুরী, পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরীমনি বলেন, পুলিশ এতোটা তাড়াতাড়ি ম্যাজিকের মতো আমাকে সহযোগিতা করবে সেটা আমি ভাবতে পারিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার একমাত্র ভরসা আইজিপিই (ড. বেনজীর আহমেদ) ছিলেন। কিন্তু সে পর্যন্ত পৌছাতে পারিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে আইজিপির সঙ্গে দেখা করিয়ে দেয়ার ব্যবস্থা করতে বলেছিলাম। কিন্তু কোনো সহযোগীতা পাইনি। পরে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছিলাম। আইজিপি কিন্তু বিষয়টি শোনার পরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলেছেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুলিশ ব্যবস্থা নিয়েছেও। আশা করি দ্রুতই কাজে ফিরতে পারবো। সবাই দোয়া করবেন আমার জন্য।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে