বিনোদন ডেস্কঃ মা দিবসে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মায়ের সিঁদুর দেওয়া ছবি দিয়ে ধর্মীয় রোষানলে পড়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিতে অনেকেই নেতিবাচক ও বিব্রতকর মন্তব্য করেন।
এ বিষয়টিকে নিয়ে সোমবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল। ভিডিওতে দেখা যায় ধর্ম নিয়ে একটি কবিতা লিখেছেন তিনি। পরে সেটি আবৃত্তি করেন। কবিতাটি হলো- ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানুষ নিয়ে নয়। এমনি করেই সভ্যতা শেষ, হচ্ছো তুমি ক্ষয়। ধর্ম রক্ষার ঝান্ডা তোমায় কে দিয়েছে ভাই…।
চঞ্চল চৌধুরীর এই মন্তব্যটির সঙ্গে ইতোমধ্যে ১৬ হাজারের বেশি অনুসারী সহমত প্রকাশ করেছেন। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সহস্রাধিক ভক্ত। সবাই বুঝিয়ে দিলেন, মা তো মা-ই। মানুষকে মানুষ হিসেবেই সবার মূল্যায়ন করা উচিত, ধর্ম দিয়ে নয়।
মন্তব্যগুলো থেকে বুঝা যায়, অনেকেই জানতেন বা ভাবতেন চঞ্চল চৌধুরী মুসলিম। আর এই ছবিটি প্রকাশ হওয়ার পর তাদের ভাবনায় ছেদ পড়ে।
নাইম ইসলাম নামে একজন লিখেছেন, আমি এত দিন আপনাকে মুসলমান ভেবে আসছি। কী একটা ছ্যাঁকা খেলাম।