Dr. Neem on Daraz
Victory Day

লকডাউনে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত হয়নি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২১, ০৫:৫৪ পিএম
লকডাউনে সিনেমা হল বন্ধের সিদ্ধান্ত হয়নি

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ লকডাউনে সিনেমা হল বন্ধ হবে কিনা—সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সেকারণে আপাতত সারাদেশে সিনেমা হল খোলার রাখা হবে বলে জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, “আমরা সিনেমা হল বন্ধের পক্ষে নই। আবার খুলে রাখারও পক্ষে নই। আগে জীবন। তারপর অন্যকিছু। সিনেমা হলের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে সারাদেশের হল মালিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আর জেলা প্রশাসক যদি চান, তাহলে সিনেমা হল বন্ধ করে দিতে পারেন।”

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম জানান, সিনেমা হল বন্ধের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

গত বছর করোনার প্রকোপে প্রায় সাত মাস বন্ধ ছিল দেশের সব সিনেমা হল। পরে হল মালিকদের দাবির মুখে ওই বছরের ১৬ অক্টোর সিনেমা হল খোলার অনুমতি দেয় সরকার। শর্ত ছিল, ৫০ শতাংশ আসন খালি রেখে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

যদিও সিনেমা হল খোলার পর মুক্তি পায়নি তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমা। এমনকি সিনেমা হলেও নেই দর্শক উপস্থিতি।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে