Dr. Neem on Daraz
Victory Day

হিন্দিতে কথা বলায় মঞ্চ ছাড়লেন এ আর রহমান


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ২৭, ২০২১, ০৩:২৭ পিএম
হিন্দিতে কথা বলায় মঞ্চ ছাড়লেন এ আর রহমান

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ জনপ্রিয় সংগীত পরিচালক এ আর রহমান। দেখে গম্ভীর মনে হলেও তার হাস্যরসবোধের বিষয়টি অনেকবারই প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি চেন্নাইয়ে তার ‘নাইনটি নাইন সংস’ সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেন এ আর রহমান। সেখানকার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মঞ্চে কাশ্মীরি অভিনেতা এহান ভাটের সঙ্গে এ আর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক তামিল বলতে বলতে হঠাৎ হিন্দিতে এহানকে স্বাগত জানান। আর হিন্দি শুনেই মঞ্চ থেকে নেমে যান এ আর রহমান।

যদিও অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী এই সংগীত পরিচালক হাসি মুখে মঞ্চ থেকে নেমেছেন কিন্তু অনেকেই এটি ভিন্নভাবে দেখছেন। কেউ কেউ ধারণা করছেন, হিন্দি ভাষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই কাজটি করেছেন এ আর রহমান। কারণ তামিলরা বরাবরই জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেন। এর আগে অনেকভাবেই বিষয়টির প্রতিবাদ হয়েছে। যদিও এই সংগীত পরিচালক হিন্দির বিরুদ্ধে আন্দোলন সমর্থন করেন কিনা তা জানা যায়নি।

পরবর্তী সময়ে হিন্দি শুনে মঞ্চ থেকে নেমে যাওয়ার কারণ প্রসঙ্গে এ আর রহমান বলেন, ‘আমি শুধুমাত্র মজা করার জন্যই এই কাজ করেছি।’

‘নাইনটি নাইন সংস’ এ আর রহমানের লেখক ও প্রযোজক হিসেবে প্রথম সিনেমা। আগামী ১৬ এপ্রিল হিন্দি, তামিল, তেলেগু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে