Dr. Neem on Daraz
Victory Day

যে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বঙ্গবন্ধু


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ০৩:০৬ পিএম
যে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন বঙ্গবন্ধু

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সংস্কৃতিমনা মানুষ। তার হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)। চলচ্চিত্রের উন্নয়ন ও অগ্রগতিতে জাতির জন্য রেখেছিলেন অবিস্মরণীয় ভূমিকা।

বঙ্গবন্ধু শুধু বিএফডিসি প্রতিষ্ঠাই করেননি, অভিনয় করেছিলেন চলচ্চিত্রে। প্রখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘সংগ্রাম’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

অভিনেতা খসরু ছিলেন একজন গেরিলাযোদ্ধা। দেশ স্বাধীনের পূর্বে তিনি ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। তার হাত ধরেই ১৯৬৯ সালে মুসলিম লীগের এনএসএফ গুণ্ডা বাহিনী ঢাকা থেকে উৎখাত হয়েছিল। মুক্তিযুদ্ধ শেষে চলচ্চিত্রে আসেন তিনি। বঙ্গবন্ধুর স্নেহভাজন ছিলেন খসরু।

তখন খসরুকে নিয়ে ‘সংগ্রাম’ চলচ্চিত্রটি নির্মাণের পরিচালনা করেন চাষী নজরুল। সেই ছবির চিত্রনাট্যে ছিল, মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন দেশের সামরিক বাহিনী বাঙালির মুক্তিসংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্যালুট করছে। এই দৃশ্য কীভাবে ধারণ করা যায় সে নিয়ে চিন্তায় পড়ে যান পরিচালক চাষী নজরুল ইসলাম। একপ্রকার দুঃসাহস নিয়ে বঙ্গবন্ধুকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়ে বসেন খসরু।

প্রথমে বঙ্গবন্ধু না করলেও পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মান্নানকে দিয়ে সুপারিশ করিয়ে অভিনয়ের জন্য রাজি করান খসরু। ইতিহাসের দলিল হয়ে থাকা সিনেমাটি মুক্তি পায় ১৯৭৪ সালে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে