Dr. Neem on Daraz
Victory Day

এখনও শঙ্কামুক্ত নন সৌমিত্র


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ৩, ২০২০, ০১:২৩ পিএম
এখনও শঙ্কামুক্ত নন সৌমিত্র

ছবি: সংগৃহীত

ঢাকাঃ শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। তবে হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাওয়ায় গতকাল সোমবার (২ নভেম্বর) ফের কয়েক ইউনিট রক্ত দিতে হয়েছে তাকে।  
গত রোববার (১ নভেম্বর) রক্তক্ষরণ শুরু হওয়ায় উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২৪ ঘণ্টার মধ্যেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে চলে আসায় সৌমিত্রের শারীরিক পরিস্থির কিছুটা উন্নতি হয়েছে।

প্রায় এক মাসের কাছাকাছি বেলভিউ নার্সিংহোমে ভর্তি সৌমিত্র। সোমবার চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রের অভ্যন্তরীণ রক্তক্ষরণ আপাতত নিয়ন্ত্রণে এসেছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় রক্ত দিতে হয়েছে।

করোনার রিপোর্ট নেগেটিভ থাকলেও ৮৫ বছর বয়স এবং কো-মর্বিডিটি থাকায় সৌমিত্রের শারীরিক পরিস্থিতি হঠাৎ করেই খারাপ হচ্ছে। এখনও সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। কিডনির সমস্যাটা প্রকট। তবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে