ঢাকাঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
গত শুক্রবার (৩০অক্টোম্বর) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি হলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
গতকাল শনিবার (৩১অক্টোম্বর) নিজের করোনাভাইরাসে আক্রান্তের খবর গণমাধ্যমকে জানান নাসির উদ্দিন নিজেই।
‘গেরিলা’-খ্যাত এ নির্মাতা শনিবার বলেন, আমি কোভিড-নাইনটিন পজিটিভ শনাক্ত হয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। হাসপাতালে এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। শারীরিক ও মানসিক দুটো অবস্থাতেই ঠিক আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে যেতে পারব।
‘একাত্তরের যীশু' সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তার নির্মিত ‘গেরিলা’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সর্বমহলে প্রশংসিত এই ছবি। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পায়। ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা তিনি।
আগামীনিউজ/জেহিন