Dr. Neem on Daraz
Victory Day

সাধু চলে যাওয়ার এক বছর আজ


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২০, ০৪:৪৩ পিএম
সাধু চলে যাওয়ার এক বছর আজ

ছবি সংগৃহীত

ঢাকাঃ  ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু চলে যাওয়ার এক বছর আজ। ২০১৯ সালের আজকের এই দিনে মাত্র ৩৭ বছর বয়সে না ফেরার দেশে চলেন যান তিনি। সাধু চলে গেলেও তার পরিচালিত ও অভিনীত নাটক আর লেখালেখিতে বেঁচে আছেন, থাকবেন।

হুমায়ূন সাধু মূলত নির্মাতা হওয়ার স্বপ্ন নিয়েই চট্টগ্রাম থেকে এসেছিলেন ঢাকায়। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে শুরু করেন মিডিয়ায় যাত্রা। এরপর ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি।

এরপর বহু নাটকে অভিনয় করেছেন সাধু। নাম লিখিয়েছেন নাট্য নির্মাতা হিসেবেও। তবে তিনি সবচেয়ে পরিচিতি পান তাঁর জীবনের গল্প নিয়ে ‘ঊন মানুষ’ টেলিফিল্ম নির্মাণের পর। নাট্যপরিচালক হিসেবে তার অভিনীত ও পরিচালিত নাটক ‘চিকন পিনের চার্জার’ বেশ আলোচিত হয়েছিল। সর্বশেষ অভিনেতা হেসেবে দেখা গেছে ‘ভিউ বাবা’ নামের একটি নাটকে। এ ছাড়াও মুক্তি প্রতিক্ষিত ‘বিউটি সার্কাস’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে