ঢাকাঃ ভারতের সিনেমাপ্রেমী ও চলচ্চিত্র জগতের মানুষদের জন্য সুখবর। দেশটিতে সিনেমাহল খোলার অনুমতি দিয়েছে সেদেশের কেন্দ্রীয় সরকার। তবে অবশ্য সেটা শর্তসাপেক্ষেই। পাশাপাশি ছাড় দেওয়া হয়েছে বেশকিছু ক্ষেত্রে।
সিনেমা হল খোলা নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে আগামী (১৫ অক্টোবর) থেকে ৫০ শতাংশ দর্শক আসন ব্যবহার করে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স খোলা যাবে।
সিনেমা হল খোলার বিষয়ে প্রয়োজনীয় বিধিনিষেধ শিগগির সিনেমা হল কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে খেলোয়াড়দের ট্রেনিংয়ের জন্য খুলে দেওয়া হচ্ছে সুইমিং পুল। খুলছে বিনোদন পার্ক, বিজনেজ সংক্রান্ত প্রদর্শনী করারও অনুমতি দেওয়া হয়েছে।
স্কুল বা কোচিং খোলার ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিভাবকদের অনুমতি থাকলে ১৫ অক্টোবরের এ নিয়ে রাজ্যগুলো নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে।
অন্যদিকে, বাংলাদেশেও আগামী (১৫ অক্টোবর) সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।
আগামীনিউজ/জেহিন