ঢাকা : শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তায়েব-ববি অভিনীত ‘আমার মা’ ছবিটি। প্রথমবারের মতো সিনেমায় জুটি হয়ে আসতে চলেছেন তারা। ইতোমধ্যেই সেন্সর বোর্ড ছবিটিকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। এখন রয়েছে মুক্তি অপেক্ষায়। বড় পর্দায় দর্শকরা দেখবেন সেই প্রত্যাশায় ছবিটির কলা-কুশলীরা।
এস জি প্রডাকশনের প্রযোজনায় ‘আমার মা’ ছবিটি নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। এর কাহিনী, চিত্রনাট্যও লিখেছেন জয় নিজেই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই ছবি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। সেই প্রেক্ষিতে পরিচালক জানান, খুব শিগগিরই মুক্তি পাবে ‘আমার মা’।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। বেশ কিছু চলচ্চিত্র দিয়ে দর্শক চাহিদা তৈরি করতে পেরেছেন তিনি। সর্বশেষ ‘নোলক’ সিনেমায় আলো ছড়িয়েছেন গ্ল্যামার ও সুন্দর অভিনয়ে। সম্প্রতি ব্যস্ত রয়েছেন ‘আকবর’ নামের সিনেমা নিয়ে।
অপরদিকে চিত্রনায়িকা পপি, পরীমনির সঙ্গে ‘সোনাবন্ধু’, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও আনহা তামান্নার সঙ্গে ‘অন্ধকার জগত’ নামে দুটি ছবিতে অভিনয় করেছেন এই পুলিশ কর্মকর্তা ও অভিনেতা ডি এ তায়েব। এটি তার তৃতীয় ছবি।
ছবিটির নাম ভূমিকায় অভিনয় করছেন সাতবার জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আনোয়ারা। এছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সোহেল খান, জাহিদ হোসেন শোভন, হুমায়রা হিমু, কল্যান কোরাইয়া, মাকফুবার রহমান সুইট, জাহান এম রহমান, শরীফ সারোয়ার, মুকুল চৌধুরী এবং শিশু শিল্পী টুনটুনিসহ অনেকেই।
আগামীনিউজ/সুমন/সবুজ