বীর ট্রেলারে শাকিব খান ও বুবলী
ঢাকা: প্রকাশ হলো বরেণ্য পরিচালক কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমার ট্রেলার। আর ‘বীর’ সিনেমায় দেখা গেল দুর্দান্ত এক শাকিব খানকে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে এসকে ফিল্মস এটি প্রকাশ করে। এই মুভিতে তার সাথে জুটি হয়ে অভিনয় করেছেন শবনম বুবলী।
প্রায় তিন মিনিটের এই ট্রেলার জুড়ে রাজনীতি ও অ্যাকশন উঠে এসেছে। মুভিতে শাকিবের ভিন্ন লুক ও রাজনৈতিক সংলাপ সবার নজর কেড়েছে। ট্রেলারে অপরাজনীতির বিরুদ্ধে ‘বীর’ হয়ে ধরা দিয়েছেন এই নায়ক। এটি শাকিব খান ও মো. ইকবাল প্রযোজিত তৃতীয় সিনেমা। সিনেমাটি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে এর আগে সিনেমার একটি গান প্রকাশ করা হয়েছে। গানটি বেশ প্রশংশিত হয়েছে।
এর আগে শাকিব খান অভিনীত এস কে ফিল্মস থেকে নির্মিত হয়েছে ‘হিরো দ্য সুপারস্টার’ এবং ‘পাসওয়ার্ড’। দুটি ছবিই বাণিজ্যিক সাফল্য পেয়েছে।
ট্রেলার দেখুন-
‘বীর’ কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র। এতে শাকিব ও বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডন, সাদেক বাচ্চু, শবনম পারভীন, নানা শাহ, হাবিব খান, শিবা শানু, সোহেল খান, নাদিম, জাদু আজাদ ও অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন সাংবাদিক শাবান মাহমুদ।
সিনেমাটি সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী। গানের সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। আবহ সঙ্গীত ইমন সাহা। গান গেয়েছেন মনির খান, কোনাল, ইমরান ও আকাশ।
এর আগে ৫ ফেব্রুয়ারি ছাড়পত্র পায় দেশপ্রেম ও অ্যাকশন ঘরানার সিনেমা ‘বীর’। প্রযোজক সূত্রে জানা গেছে, বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) দেশের দেড়শ প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে এখন।
আগামীনিউজ/বাবুল