Dr. Neem on Daraz
Victory Day

শাবানা আজমির মৃত্যুকামনা করে পোস্ট...


আগামী নিউজ | বিনোদন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২০, ১০:০৯ এএম
শাবানা আজমির মৃত্যুকামনা করে পোস্ট...

অভিনেত্রী শাবানা আজমি

ঢাকা : কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমির মৃত্যুকামনা করে এক শিক্ষিকা ফেসবুকে পোস্ট দিয়েছেন আর এতেই সরকারি স্কুলের সেই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয়েছে।

অভিযোগ, শাবানার গাড়ি দুর্ঘটনার পর তাকে নিয়ে অত্যন্ত বাজে মন্তব্য করে পোস্ট করেন ওই শিক্ষিকা। এমনকি ওই শিক্ষিকা শাবানা আজমির মৃত্যুকামনা পর্যন্ত করেছেন। 

শিক্ষিকার সেই পোস্ট স্কুল কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই পঞ্চাশোর্ধ ওই শিক্ষিকাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ।ওই শিক্ষিকা এলাকার একটি সরকারি স্কুলে পড়ান। কিছুদিন আগেই একটি পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন শাবানা আজমি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এই ঘটনার কিছুদিন পরই পঞ্চাশোর্ধ শিক্ষিকা শাবানা সম্পর্কে আপত্তিকর পোস্ট করেছিলেন। 

আগামীনিউজ/বিআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে