Dr. Neem on Daraz
Victory Day
সাত কলেজ

তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের প্রমোশনের দাবিতে গণঅনশন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৪:২২ পিএম
তিন বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের প্রমোশনের দাবিতে গণঅনশন

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের ফলাফল বিলম্বে প্রকাশের কারণে ওই সময়ের মধ্যে পরবর্তী বর্ষের ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন হয়। সেক্ষেত্রে জিপিএ বা সিজিপিএ শর্তের জন্য ওই বর্ষে পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেতে পারেনা অনেক শিক্ষার্থী। ফলে তাদের এক বছর সময় নষ্ট হচ্ছে। তাই নির্ধারিত জিপিএ বা সিজিপিএ শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণের সুযোগের দাবিতে গণঅনশন করছে সাত কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২০ আগস্ট) দুপুর ২টা ৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত আমরণ গণঅনশনে যোগ দিয়ে এ দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় ঢাবির প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধ করার দাবি জানায় দীর্ঘদিন ধরে আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ঢাবি রেজিস্ট্রার ভবনে সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। ঢাবি অধিভুক্ত সাত কলেজ হওয়ায় এখনও তাদের বাঁকা চোখে দেখা হয়।

অনশনে যোগ দেওয়া ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাগর বলেন, আমাদের দাবি যৌক্তিক। ঢাবি পরীক্ষার ফলাফল দিতে দেরি করছে। আমরা ফাইনাল পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে ইনকোর্স পরীক্ষাতেও অংশ নেই। কিন্তু ঢাবি দেরি করে ফলাফল প্রকাশ করে। এক্ষেত্রে তিন বিষয়ে অকার্যকর হলে ফাইনাল পরীক্ষায় অংশ নেওয়া যাবেনা। এতে আমরা পড়াশোনায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছি।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে