Dr. Neem on Daraz
Victory Day

আমরণ অনশনরত ২ শিক্ষার্থী হাসপাতালে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০২:৫৬ পিএম
আমরণ অনশনরত ২ শিক্ষার্থী হাসপাতালে

ঢাকা : সিটি নির্বাচন পেছানোর দাবিতে অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শিক্ষার্থীদ্বয়কে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলেন অপূর্ব চক্রবর্তী ও অর্ক সাহা।

সরস্বতী পূজার কারণে আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা।

এছাড়াও অনশনরত জগন্নাথ হল ইউনিয়নের জিএস কাজল দাসকে স্যালাইন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।

এদিকে গত কয়েক দিনের আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা সাড়ে ১১টার দিকে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে জাগো হিন্দু পরিষদ।

আগামীনিউজ/এমএন/এস/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে