Dr. Neem on Daraz
Victory Day

ইবিতে ‘স্ত্রী, শিশু ও বৃদ্ধ পিতামাতার ভরণপোষণ’ বিষয়ে সেমিনার


আগামী নিউজ | এম.বি রিয়াদ, ইবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৫:১৩ পিএম
ইবিতে ‘স্ত্রী, শিশু ও বৃদ্ধ পিতামাতার ভরণপোষণ’ বিষয়ে সেমিনার

ছবি: আগামী নিউজ

কুষ্টিয়াঃ ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) ‘মুসলিম, হিন্দু ও বাংলাদেশে প্রচলিত আইনে স্ত্রী, শিশু ও বৃদ্ধ পিতামাতার ভরণপোষণ’ বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) আইন অনুষদের সেমিনার কক্ষে আল-ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ সেমিনারটির আয়োজন করে।

বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর ড. আমজাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. হালিমা খাতুন। বিশেষ অতিথি ও সেমিনারের তত্ত্ববধায়ক হিসেবে ছিলেন আল ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নাজীম উদ্দীন।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রফেসর ড. নুরুন নাহার, আল ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. হামিদা খাতুন,  সহযোগী অধ্যাপক নাসির উদ্দীন প্রমূখ। সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আল ফিকহ এণ্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী সোনিয়া পারভিন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে