পটুয়াখালীঃ জেলার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের হল খুলে দেওয়া হবে সেপ্টেম্বরের ৩০ তারিখে। আজ শিক্ষক, প্রভোস্ট, প্রক্টর ও ভাইস চ্যান্সেলের এক মিটিংয়ে এই বিষয় সিদ্ধান্ত নেন।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খোলার ব্যাপারে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর মহোদয়ের সভাপতিত্বে এক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ে কয়েকটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। তার মধ্যে ২৫শে সেপ্টেম্বর তারিখের মধ্যে হল সমূহ পরিষ্কার করে বসবাসের উপযোগী করতে বলা হয়েছে।
৩০ শে সেপ্টেম্বর তারিখে ৭ম সেমিস্টার আর মাষ্টার দের জন্য হল উন্মুক্ত করা হবে।
১৭ই অক্টোবর হতে ৩য় আর ৫ম সেমিস্টারদের জন্য হল উন্মুক্ত হবে। আর ১লা নভেম্বর হতে ১ম সেমিস্টারদের জন্য হল উন্মুক্ত হবে।
উল্লেখ্য হলে প্রবেশের পূর্ব শর্ত হিসেবে ভ্যাক্সিন গ্রহণ বাধ্যতামূলক। আর হ্যা যাদের জাতীয় পরিচয়পত্র নেই। তাদের জন্ম সনদ দিয়ে ভ্যাক্সিনের জন্য আবেদন করতে বলেছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে। এর পর সুরক্ষা এ্যাপসের মাধ্যমে আবেদন সম্পূর করতে হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট লিংক https://univac.ugc.gov.bd
অনেক দিন পর হল খোলার কথা শুনে শিক্ষর্থিদের মধ্যে উচ্ছাস দেখা যাচ্ছে।
গত ১৬ ই মার্চ ২০২০ হতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থের হল সমূহও বন্ধ ছিল।