Dr. Neem on Daraz
Victory Day

পবিপ্রবির বিভিন্ন হলে তালা ও জানালা ভেঙ্গে চুরি


আগামী নিউজ | সাব্বির হোসেন, পবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৪:৩৩ পিএম
পবিপ্রবির বিভিন্ন হলে তালা ও জানালা ভেঙ্গে চুরি

ছবি: আগামী নিউজ

পটুয়াখালীঃ জেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি হলের তালা ও জানালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। কয়েক জন ছাত্র -ছাত্রী তাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে নিরাপত্তা প্রহরীদের সাথে হলে ঢুকে দেখেন বিভিন্ন রুমের মালামাল গায়েব।

শের-ই বাংলা হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের গনরুমসহ, কয়েকটি রুমে চুরির ঘটনা ঘটে। তালা ও জানালা ভেঙ্গে শিক্ষার্থে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। যার মধ্যে ছিল প্রেজেন্টেশনের ড্রেস,ফ্যান,লাইট,মোবাইল, ক্যালকুলেটর  সহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস।হল বন্ধ থাকায় এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

শিক্ষার্থীদের অভিযোগ - প্রশাসনের নজরদারির এবং দুর্বল নিরাপত্তা ব্যাবস্থা জন্যই এ চুরির ঘটনা। আগেও বহুবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি। ফলে চুরির ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে।

শেখ ফজিলাতুন্নেছা  মুজিব হলের এক শিক্ষর্থী বলেন, হলের নিজস্ব প্রহরী ও বিপুল পরিমাণ আনসার থাকা  চুরি হওয়া আশঙ্কাজনক। কোন শিক্ষার্থী হলে প্রয়োজনীয় জিনিস আনতে হলে ঢুকতে চাইলে হলের নিরাপত্তা প্রহরি তার সাথে জান আবার কাজ শেষে  একসাথে বের হন। এমতাবস্থায় হলে চুরি হল কিভাবে তদন্ত করা উচিৎ।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মহসিন বলেন, চুরির ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে। এর আগে বঙ্গবন্ধু হল থেকে রাউটার  এবং ওয়াশরুমের ট্যাব চুরির ঘটনা ঘটেছে। প্রশাসন কোন ব্যাবস্থা নেয়নি। তিনি আর বলেন, এঘটনায়  হল প্রশাসনের গাফিলতি স্পষ্ট, তাই তাদের পদ ত্যাগের দাবি জানান।

হলে চুরির ব্যাপারে জানতে চাইলে  শের-ই বাংলা হল-২ এর সহকারী প্রভোস্ট সুপ্রকাশ চাকমা বলেন, অভিযোগ পেয়েই হলে গিয়েছি। বিস্তারিত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেব। 
 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে