Dr. Neem on Daraz
Victory Day

ভিসি হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকবো: বেরোবির নতুন উপাচার্য


আগামী নিউজ | সিহাব মন্ডল, বেরোবি প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ১২:১০ পিএম
ভিসি হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকবো: বেরোবির নতুন উপাচার্য

ছবি : আগামী নিউজ

বেরোবিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি)  পঞ্চম উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. হাসিবুর রশীদ।

সোমবার(১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্য দপ্তরে সশরীরে যোগদান করেন।

নতুন উপাচার্য ড.হাসিবুর রশীদ বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে থাকব। সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের সমস্যা, চাওয়া পাওয়া গুলো প্রায়োরিটি পাবে। সেশনজট নিরসনে কাজ করবো। শিক্ষক, শিক্ষার্থী,কর্মকর্তা, কর্মচারী সকলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবো।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শরীফা সালোয়া ডিনা, প্রক্টর গোলাম রব্বানী, অর্থ হিসাব দপ্তরের পরিচালক হাফিজুর রহমান, হল প্রভোস্টগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে