Dr. Neem on Daraz
Victory Day

আজাদ-জামিউলের হাতে ইবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্ব


আগামী নিউজ | এম.বি রিয়াদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২১, ০২:২৪ পিএম
আজাদ-জামিউলের হাতে ইবি রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃত্ব

ফাইল ফটো

কুষ্টিয়াঃ রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির ২০২১-২২ রোটা বর্ষের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জামিউল ইকবাল নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (২২শে মে) প্রধান নির্বাচন কমিশনার মোরশেদ হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
 
বিজ্ঞপ্তি সূত্রে, ২০২১-২২ রোটাবর্ষের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হওয়ায় উভয়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সারা বিশ্বের ন্যায় আগামী ১ই জুলাই রাত ১২টায় স্বংয়ক্রিয়ভাবে তারা স্ব স্ব পদে দায়িত্বপ্রাপ্ত হবেন। নবনির্বাচিত সভাপতি-সম্পাদক পরামর্শক্রমে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। 
 
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি ইমরান নাজির ও সাবেক সহ-সভাপতি শারমিন আক্তার। এ ছাড়া নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম 
 
উল্লেখ্য, ১৯৬৮ সালে বিশ্বে রোটার‌্যাক্ট ক্লাব প্রতিষ্ঠিত হয়। ‘সেবার মাধ্যমে বন্ধুত্ব’ স্লোগানকে ধারণ করে বিশ্বের ১৯০টির অধিক দেশে কাজ করে যাচ্ছে রোটারী ইন্টারন্যাশনালের যুব সংগঠনটি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠা লাভ করে এ সংগঠনটি। প্রতিষ্ঠার পর থেকে নেতৃত্ব গঠন, ক্যারিয়ার উন্নয়ন, রক্তদান, পথশিশু ও ছিন্নমূলদের সহযোগিতাসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে