Dr. Neem on Daraz
Victory Day

৭ দিনের জন্য জবি বন্ধ ঘোষণা


আগামী নিউজ | জবি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২১, ০৪:৪৮ পিএম
৭ দিনের জন্য জবি বন্ধ ঘোষণা

ফাইল ছবি

ঢাকা: ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।  শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দদের নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কেউ কর্মস্থল তথা ঢাকা ত্যাগ করতে পারবেন না।

রবিবার (৪ এপ্রিল) ও পরদিন সোমবার (৫ এপ্রিল )  বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দপ্তরের ফেসবুক আইডিতে প্রকাশিত উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে আগামী ০৫-০৪-২০২১ হতে ১১-০৪-২০২১ তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরী দপ্তর ও জরুরি কাজে (যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, জরুরি গবেষণা ইত্যাদি) নিয়োজিত জনবল ব্যতীত সকল দপ্তর/বিভাগ বন্ধ থাকবে। তবেএ উপাচার্যের দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, আইসিটি সেল, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এবং প্রক্টর দপ্তর প্রয়োজনীয় জনবল দ্বারা সীমিত আকারে চালু থাকবে। সকল ধরণের অনলাইন কার্যক্রম চালু থাকবে। এছাড়া সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশাবলি পালিত হবে। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, শুধুমাত্র জরুরি কাজের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত দপ্তরসমূহ খোলা থাকবে। এছাড়া সকল কার্যক্রম বন্ধ থাকবে।

২য় ও সম্পূরক জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের যে সকল বিভাগ/দপ্তরসমূহ খোলা রাখার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো সে সকল দপ্তর/বিভাগ ছাড়াও জরুরি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, নিরাপত্তা, পরিবহন পুলসহ অন্যান্য ইনস্টিটিউট /বিভাগ /দপ্তর প্রয়োজনীয় জনবল দ্বারা সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত আকারে খোলা রাখতে হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান বলেন, এটি লকডাউনের সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রসঙ্গত, দেশে মহামারি করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকার সাতদিনের লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করে। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনের প্রেক্ষিতে গত ৪ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ৫ এপ্রিল হতে ১১ এপ্রিল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জরুরী দপ্তর ও জরুরী কাজে ( যেমন বিদ্যুৎ , গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট, জরুরী গবেষণা ইত্যাদি) নিয়ােজিত জনবল ব্যতীত সকল বিভাগ/দপ্তর বন্ধ থাকবে।

উল্লেখ্য, সারাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় রবিবার বিভিন্ন নির্দেশবলী সহকারে গণপরিবহনসহ যানচলাচল বন্ধ করে দিয়ে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশে লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।


আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে