Dr. Neem on Daraz
Victory Day

এসএসসির ফরম পূরণ শুরু ১ এপ্রিল


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০২১, ০৬:৪৪ পিএম
এসএসসির ফরম পূরণ শুরু ১ এপ্রিল

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আগামী ১ এপ্রিল থেকে এসএসসি ২০২১ সালের শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। আবেদন করতে হবে অনলাইনে, চলবে ৭ এপ্রিল পর্যন্ত। এছাড়াও এবার নেয়া হবে না নির্বাচনী পরীক্ষা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ অতিমারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করা হবে। আগামী ২৮ এপ্রিল শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করবে শিক্ষাবোর্ড।

এজন্য শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ওয়েবসাইটে প্রবেশ করে OMES/eFF এ ক্লিক করে EIIN ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হবে। probable লিস্ট এ যেয়ে প্রিন্ট করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পে স্লিপ প্রিন্ট করে সোনালী ব্যংকে টাকা জমা দিতে হবে। ফি জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফাইনাল ক্যানডিডেট লিস্ট প্রিন্ট করতে হবে।

এছাড়াও বিলম্ব ফি ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে পূরণ করা যাবে।

বিজ্ঞান বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের জন্য চতুর্থ বিষয়সহ ১৯৭০টাকা লাগবে। ব্যবসায়িক শিক্ষার্থীদের এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের লাগবে ১৮৫০ টাকা।

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে