Dr. Neem on Daraz
Victory Day

কুবিতে সুশাসন ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু 


আগামী নিউজ | কৌশিক আহমেদ, কুবি প্রতিনিধি   প্রকাশিত: মার্চ ১৫, ২০২১, ০৬:০১ পিএম
কুবিতে সুশাসন ও নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু 

ছবি: আগামী নিউজ

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্মকর্তাদের নিয়ে সুশাসন ও নৈতিকতা বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিআইএম এর সিনিয়র ম্যানেজমেন্ট কাউন্সিলর এম আমিনুর ও বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)’র পরিচালকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে বলেন, প্রশিক্ষণ ছাড়া কর্মের দক্ষতা বৃদ্ধি করা যায় না, তাই এই প্রশিক্ষণের কোন বিকল্প নেই। এর মাধ্যমে আপনারা প্রকৃত জ্ঞান আহরণ করে প্রত্যক্ষ সেবা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষভাবে গড়ে উঠতে সহযোগিতা করেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে