Dr. Neem on Daraz
Victory Day

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৩ দফা দাবিতে জবিতে বিক্ষোভ


আগামী নিউজ | আতিক ইয়াসির সিয়াম, জবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২১, ১০:১২ পিএম
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৩ দফা দাবিতে জবিতে বিক্ষোভ

ছবি: আগামী নিউজ

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীলের নিঃশর্ত মুক্তি ও ৭ ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (১২ মার্চ) দুপুরে ৩ দফা দাবিতে জবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে বাহাদুরশাহ্ পার্ক প্রদক্ষিন করে আবারও জবি ক্যাম্পাসে জড়ো হন তারা। 

শাখা ছাত্রইউনিয়নের সভাপতি কেএম মুত্তাকী বলেন, আমাদের এইটাই কথা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। ৭ ছাত্রনেতার নামে মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের সাধারণ সম্পাদক দীপক শীলকে যেভাবে হয়রানিমূলকভাবে সড়ক আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, প্রহসন ছাড়া কিছুই নয়। এভাবে মামলা দিয়ে আমাদের কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।

মিছিলে অংশ নেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, জবি শাখার অর্থ সম্পাদক মেঘলাসহ অন্যান্য নেতাকর্মীরা।

আগামীনিউজ/মালেক

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে