Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে অটো পাশে জিপিএ- ৫ পেয়েছে ১২,১৪৩ শিক্ষার্থী


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্রগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১, ০২:২২ পিএম
চট্টগ্রামে অটো পাশে জিপিএ- ৫ পেয়েছে ১২,১৪৩ শিক্ষার্থী

সংগৃহীত

চট্টগ্রামঃ শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১২,১৪৩ জন শিক্ষার্থী।
 
আজ শনিবার (৩০ জানুয়ারী) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
 
২০২০ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৭ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে।
 
গত বছরের ১ এপ্রিল থেকে এসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২২ মার্চ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করে সরকার। ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা দেন। পরীক্ষার্থীদের জেএসসি-জেডিসি এবং এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের ওপর মূল্যায়ন করে এইচএসসির গ্রেড নম্বর নির্ধারণ করা হবে বলে জানান।
 
আগামীনিউজ/এএস
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে