Dr. Neem on Daraz
Victory Day

ইএফটি ফরম পূরণে যে সব তথ‌্য লাগবে


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০, ০২:২৮ পিএম
ইএফটি ফরম পূরণে যে সব তথ‌্য লাগবে

ফাইল ছবি

ঢাকাঃ ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে জিটুপি ('গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে চিঠি দিয়েছে অর্থ বিভাগ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হিসাব মহা-নিয়ন্ত্রকের কাছে এই চিঠি পাঠানো হয়।

সরকারের কেন্দ্রীয় ব্যবস্থার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষকদের সুবিধা দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতিতে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কারণে নানা ভোগান্তিতে পড়তে হয়। তাই শিক্ষকদের ভোগান্তি লাঘব করতে সরাসরি শিক্ষকদের নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা পাঠাতে এই ব্যবস্থা নেওয়া হলো।

অর্থ বিভাগের উপ-সচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সংহত করতে গেজেটেড কর্মকর্তাদের মতো নন-গেজেটেড কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতা অনলাইনে দাখিল ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সকল মন্ত্রণালয়/বিভাগ/ অন্যান্য প্রতিষ্ঠানের সচিবালয় ও অধিদফতর/পরিদফতরের মাধ্যমে প্রধান কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীসহ মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পাচ্ছেন।

ইএফটি ফরম পূরণে যে সব তথ‌্য লাগবে:

১) NID নাম্বার (যে নাম্বার দি‌য়ে পে-ফি‌ক্সেশন করা আ‌ছে) ও জন্ম তা‌রিখ।
২) স্বামী/স্ত্রীর NID নাম্বার ও জন্মতা‌রিখ।
৩) সন্তা‌নের NID নাম্বার (য‌দি থা‌কে) বা জন্মসনদ নাম্বার ও জন্ম তা‌রিখ।
৪) পিতার নাম ও মাতার নাম ইং‌রে‌জি‌তে।
৫) চাকুরী শুরু‌তে বেতন স্কেল, বর্তমান বেতন স্কেল ও টাইম স্কেল/উচ্চতর গ্রেড সংক্রান্ত তথ‌্য।
৬) চাকুরী শুরু‌তে যোগদানকৃত বিদ‌্যাল‌য়ের নাম ও বর্তমান বিদ‌্যাল‌য়ের নাম।
৭) শিক্ষা সহায়তা ভাতার তথ‌্য।
৮) ব‌্যাংক ঋণ সংক্রান্ত তথ‌্য।
৯) যে ব‌্যাংক থে‌কে বেতন হয় সে ব‌্যাং‌কের নাম, হিসাব নং ও রাউ‌টিং নাম্বার।
১০) জিপিএফ হিসাব নং, ব‌হি নং, ভলিয়াম নং ও পাতা নং।
১১) জি‌পিএফ মা‌সিক কর্তন ও বর্তম‌ান মোট জমার প‌রিমাণ।
১২) জিপিএফ লোন সংক্রান্ত তথ‌্য।
১৩) অ‌র্জিত ছু‌টি সংক্রান্ত তথ‌্য।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে