ঢাকাঃ এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মুঠোফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের মাধ্যমে এই ইন্টারনেট সেবা প্রদান করা হয়েছে।
জানা গেছে, শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আওতায় আনতে ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীকে দ্বিতীয় মেয়াদে ১৫ জিবি (গিগাবাইট) করে ডাটা প্রদান করা হয়েছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এর আগে গত ১৬ আগস্ট ২ হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি (গিগাবাইট) করে ডাটা প্রদান করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। লকডাউনের মাঝে শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে সারাদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এরই ধারাবাহিকতায় অনলাইন ক্লাসকার্যক্রম চালিয়ে যাচ্ছে শাবিপ্রবি।
আগামীনিউজ/আশা