Dr. Neem on Daraz
Victory Day

প্রতিষ্ঠাবার্ষিকীতে জবি সাংস্কৃতিক কেন্দ্রের আনন্দ র‌্যালি


আগামী নিউজ | জবি প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০৮:০৬ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকীতে জবি সাংস্কৃতিক কেন্দ্রের আনন্দ র‌্যালি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) সাংস্কৃতিক কেন্দ্রের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের প্রথম দিন মঙ্গলবার (২৫ ফেব্র্রুয়ারি) বেলা ১১ টায় প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পুনর্মিলনী এবং নবীনবরণে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের উপদেষ্টা ও চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশিদ খাঁন, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি সুরাইয়া চিশতী রিমা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শৈবাল দত্ত।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের বিভিন্ন কাজের প্রশংসা করে বলেন, বিজ্ঞান সংস্কৃতি ছাড়া এগিয়ে যেতে পারে। শিল্প সংস্কৃতির হাত ধরেই সকল বড় বড় পরিবর্তন এসেছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ফাইয়াজ হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদ মাহাদী সেকান্দর। অনুষ্ঠানে জবি সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন পরবর্তী সময়ের নেতৃবৃন্দ ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

আগামীনিউজ/ইমতিয়াজ/ তামিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে