Dr. Neem on Daraz
Victory Day
জাতীয়করণের দাবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের সাক্ষাৎ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ১১:০২ এএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের সাক্ষাৎ

ঢাকাঃ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের দাবি প্রধানমন্ত্রীকে অবহিত করতে চান। রাজনৈতিক উপদেষ্টা জানান, আপনাদের (শিক্ষক) দাবিগুলো বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করব।

শনিবার (২২ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শিক্ষকনেতাদের এ আশ্বাস দেন। 

আন্দোলনরত সংগঠন বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদসহ বেশ কয়েকজন শিক্ষক নেতা সভায় অংশ নেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ।।

বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ জানান, আমাদের সংগঠনসহ বিভিন্ন শিক্ষকনেতারা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে জাতীয়করণের দাবিতে আন্দোলন এবং দাবি-দাওয়া বিষয়ে একটি কপি হস্তান্তর করেন। তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যৌক্তিক দাবিগুলো বিবেচনা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

জাতীয়করণের যৌক্তিকতা যাচাই করতে দুটি কমিটি এবং সরকারি অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষকদের ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা বর্তমান পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা শতভাগ উন্নীত করা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান।

সভায় অংশ নেওয়া শিক্ষকরা জানান, শিক্ষকদের দাবি-দাওয়া প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে শিক্ষামন্ত্রী। তিনি ডেকে নিয়ে আন্দোলনরত শিক্ষকদের অপমান করেছেন। তাই শিক্ষা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা বা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন চলবে।

সভায় বিটিএর সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদসহ বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের আহ্বায়ক অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মিজানুর রহমান মজুমদার, যুগ্ম সম্পাদক অধ্যাপক নাজিম উদ্দিন তালুকদার, বিটিএর সহ-সভাপতি মঈন উদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষকনেতা অংশ নেন।

এর আগে গত শুক্রবার রাতে শিক্ষকনেতারা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শামছুন্নাহার চাঁপার সঙ্গে দেখা করেন। এ সময় তিনি শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া মনোযোগ সহকারে শোনেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে যৌক্তিক দাবি দাওয়া তুলে ধরবেন বলে জানান। তিনি শিক্ষকনেতাদের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আন্দোলন সংগ্রাম না করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে অনুরোধ জানান।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গেও আন্দোলনরত শিক্ষকদের বৈঠক হয়েছে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে