Dr. Neem on Daraz
Victory Day
জাতীয়করণের দাবি

সড়ক অবরোধ করে শিক্ষকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০১:৫৮ পিএম
সড়ক অবরোধ করে শিক্ষকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

ঢাকাঃ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে টানা অষ্টম দিনের মতো আন্দোলন করছেন সারাদেশ থেকে আগত শিক্ষকরা। বিষয়টি নিয়ে এখনও কোনো সুরাহা না পেয়ে আজও রাস্তায় অবস্থান করছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় ঈদগাহ ময়দান থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত সড়কে অবস্থান করছেন শিক্ষকরা। বেলা ১১টার দিকে পল্টন-হাইকোর্ট সড়কও বন্ধ করে দেন শিক্ষকরা।

দুপুর ১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছে। শিক্ষকরা রাস্তা অবরোধ করে দাবি আদায়ে স্লোগান দিচ্ছেন। এতে হাইকোর্ট-মৎস্য ভবন হয়ে গুলিস্তান অভিমুখী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে যানবাহনের দীর্ঘসারি দেখা গেছে।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে কর্মসূচিতে অংশ নিয়েছেন ইকবার হোসেন। নরসিংদি সদর বালুসাইর উচ্চ বিদ্যালয়ের এই ক্রীড়া শিক্ষক বলেন, আমাদের একটাই দাবি আমরা জাতীয়করণ চাই। একই সিলেবাস, একই পড়া কিন্তু সরকারি শিক্ষকদের তুলনায় আমাদের সুযোগ-সুবিধা অনেক কম। 

প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক খন্দকার নাজমুস সাকিব। হিসাব বিজ্ঞানের এই শিক্ষক বলেন, আমাদের চিকিৎসা ভাতা মাত্র ৫০০ টাকা। বাসাভাড়া ১ হাজার টাকা। এটা লজ্জাজনক। অথচ আমাদের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকরা সুযোগ-সুবিধা পান বহুগুণ বেশি। 

যশোর ঝিনাইদহ মিয়া কুন্ডু বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক কবির হোসেন বলেন, মেধাবীরা এখন এই পেশায় আসতে চান না। কারণ এখানে মেধার মূল্য নেই। তারা দেশের বাইরে বা অন্য কোথাও চলে যাচ্ছেন। 

এর আগে গত মঙ্গলবার (১১ জুলাই) থেকে আন্দোলন শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। আজ মঙ্গলবার (১৮ জুলাই) চলছে আন্দোলনের অষ্টম দিন। এদিনেও কোনো সমাধান পায়নি আন্দোলনকারীরা। তবে শিক্ষকরা বলছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

এদিকে কর্মসূচিতে আসা অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়ে গেছেন। শিক্ষকরা বলছেন, আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছে। তারা আমাদের সবার কথা জানিয়েছেন। বিষয়টি সংগঠনের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ আমাদের জানিয়েছেন। তাদের দেওয়া তথ্যমতে— ২০০৮ সাল থেকে জেলায় জেলায় আন্দোলন চলছে। আশা করি প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে