Dr. Neem on Daraz
Victory Day

সব মাদরাসায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক নিয়ে আলোচনার নির্দেশ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১১, ২০২৩, ১১:৪৮ এএম
সব মাদরাসায় বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক নিয়ে আলোচনার নির্দেশ

ঢাকাঃ আগামী ২৩ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি হচ্ছে। ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক। নানা আয়োজনে এ বছর দিনটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এরই অংশ পদকপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে সব মাদরাসায় আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

বুধবার (১০ মে) অধিদফতরের উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

এতে বলা হয়েছে, আগামী ২৩ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে সব স্তরের মাদরাসায় আলোচনা সভা আয়োজনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১৯৭২ সালের ১০ অক্টোবর জুলিও কুরি পদকপ্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্বশান্তি পরিষদ। আর পরের বছর ২৩ মে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে সেই পদক বঙ্গবন্ধুকে পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র।

সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, ‘বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।’ 

স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে